Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ বিজিবি’র

এখন সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর , ২০২৫, ১১:০৪:৪১ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেনাপোল আইসিপি, শাহজাদপুর ও আন্দুলিয়া বিওপির সীমান্ত এলাকায় ও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, এ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিদেশি মদ, ভারতীয় উইনসারেক্স কফ সিরাপ, শাড়ি, কম্বল, শাল-চাদর এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার ১০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্র্রব্য ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)