মোংলা প্রতিনিধি : মোংলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন।
তিনি জানান-মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে মোংলা সরকারি কলেজের পাশে ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন ভাসানী সড়ক এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী (কোস্টগার্ড ও পুলিশ) এ সময় ইয়াবা ব্যাবসায়ী মনা ভুইয়া (৩৫) কে তল্লাশি করে তার শরীর থেকে ২৭ পিস ইয়াবা জব্দ করে যৌথ বাহিনী।
গ্রেফতারকৃত মনা দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।
এছাড়া অন্য মামলার এজাহারভুক্ত এক আসামিকে আটক করে মোংলা থানা পুলিশ।