প্রেসবিজ্ঞপ্তি; বৃহস্পতিবার সকাল ১১টায় পথিক সাহিত্য পরিষদ যশোরের মুখপাত্র পথিক পত্রিকার ৩০ বর্ষ ৩৬তম সংখ্যার প্রকাশনা উৎসব বিদ্রোহী সাহিত্য পরিষদে অনুষ্ঠিত হয়। কবি গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি ড. শাহনাজ পারভীন। বিশেষ অতিথি ছিলেন কবি হোসাইন নজরুল হক ও কবি এম এ কাসেম অমিয়। পথিক পত্রিকার সম্পাদক শাহরিয়ার সোহেলের সঞ্চালনায় কবিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেখ মাফিজুল ইসলাম, আহমেদ মাহবুব ফারুক, সুরাইয়া শরীফ, ভদ্রাবতী বিশ্বাস, আবুল হাসান তুহিন, এডিএম রতন, রাবেয়া খানম, সানজিদা ফেরদৌস, রেজাউল করিম রোমেল, শরীফ হোসেন ধীমান, আলমগীর কাইয়ুম প্রমুখ। অতিথিগণ পথিকের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।