কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মুক্তার আলী মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পক্ষে অবিরামভাবে বিভিন্ন অঞ্চলে গণসংযোগ করে চলেছেন। তিনি বৃহস্পতিবার সকাল দুপুর সন্ধ্যায় দলীয় নেতাকর্মী ও সমার্থকদের সাথে নিয়ে উপজেলা ত্রিমোহীনি ও সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের হাটবাজারে ও গ্রাম গুলোতে গ্রাম টু গ্রাম, ডোর টু ডোর ঘুরে ঘুরে গণসংযোগ করছেন। এসময় তিনি চাঁদড়া, বরণডালী, সাহাপুর, গোপালপুর গ্রাম, সারশকাটি বাজার, ত্রিমোহীনি বাজার, সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া বাজার, গোপালপুর বাজার, জাহানপুর বাজার, কড়িয়াখালি বাজারে গণসংযোগ করছেন। তার সাথে ছিলেন উপজেলার পাঁজিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, অধ্যাপক তবিবুর রহমান, প্রভাষক জাকির হোসেন, মাওলানা রেজাউল ইসলাম, মাওলানা আলফাজুর রহমান, ইউপি মেম্বার মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।