মাগুরা প্রতিনিধি : মাগুরায় শিল্প,সাহিত্য ও সেবা এ শ্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা অনির্বাণ সেবা সংসদের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শালিখা আড়পাড়ার ইকোপার্কে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল উন্মুক্ত আড্ডা, কেককাটা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরের খাবারের পর অনুষ্ঠিত হয় কেককাটা ও আলোচনা সভা। সভায় সংগঠনের সভাপতি শিকদার ওয়ালিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি তরুন বৈদ্য, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অথ সম্পাদক সালমা পারভীন সদস্য নবিরুজ্জামান,শামসুন্নাহার, শিরিন জামান। সভা শেষে সংগঠনের সদস্যরা কবিতা,গান ও কৌতুক পরিবেশন করে। অনির্বাণ সেবা সংসদ ১৯৯৭ সালে মাগুরায় যাত্রা শুরু করে। এ সংগঠন জেলায় সাহিত্য পত্রিকা প্রকাশ, বৃক্ষরোপণ, রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী পালন,কবি সাহিত্যিকদের জম্মদিবস পালন,সামাজিক কর্মকাণ্ড দারিদ্র, শিশু বিকাশ ও মাদক বিরোধী সচেনতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে সংগঠনের অর্ধ শতাধিক সদস্য নেয়।