নিজস্ব প্রতিবেদক:যশোর জেনারেল হাসপাতালের রাস্তা থেকে ইজি বাইক চুরির প্রায় দেড় মাস পর তিনজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার ইজিবাইক চালক চৌগাছার মির্জাপুর গ্রামের শাহিনুর ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হলো- মাগুরার শালিখার বাউনখালি গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে সৌরভ, নড়াইল সদরের সাজিয়ারা গ্রামের হাসান মোল্লার ছেলে শাহিন মোল্লা (ও কক্সবাজারের উখিয়ার টিংখালি গ্রামের জাফর হোসেনের ছেলে মারুফ হোসেন মামলার অভিযোগে জানা গেছে, শাহিনুর ইসলাম ইজিবাইক চালিয়ে জীবীকা নির্বাহ করেন। গত ১২ নভেম্বর বিকেলে তিনি চৌগাছা থেকে রোগী ও স্বজনদের নিয়ে যশোর জেনারেল হাসপাতালে বিপরীতে একটি ক্লিনিকের আসেন। রোগী নামিয়ে তিনি পাশের একটি চায়ের দোকানে যান। ফিরে এসে দেখেন ইজিবাইকটি চুরি হয়ে গেছে। খোঁজাখুঁজি করে তিনি ইজিবাইকটি উদ্ধারে ব্যর্থ হন। পরে তিনি ব্যাপক খোঁজখবর নিয়ে জানতে পারেন আসামিরা ১২ নভেম্বর ওই ক্লিনিকের সামনে থেকে তার ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে। এর আগে আসামিরা যশোর শহর থেকে বেশ কয়েকটি ইজিবাইক চুরি করেছে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি গত ২৪ ডিসেম্বর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করে।