নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে দুই গৃহবধূ জখম হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শহরের বারান্দীপাড়া সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ওই এলাকার আব্দুর রহিমের স্ত্রী স্মৃতি খাতুন (৩০) ও সবুজ হোসেনের স্ত্রী শারমিন আক্তার (২৫)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহতের স্বজনরা জানান, পারিবারিক শত্রুতার জের ধরে বারান্দীপাড়া সরদারপাড়ায় আবু তালেবের ছেলে আল আমিন হামলা চালিয়ে স্মৃতিকে ছুরিকাঘাত ও শারমিনকে বেধড়ক মারধরে জখম করে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, আহত স্মৃতির বাম হাতের কব্জির ওপর ছুরিকাঘাত ও শারমিনের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখমের চিহ্ন রয়েছে। মহিলা সার্জারী ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।