Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আটক ৭ আ.লীগ নেতাকর্মী কারাগারে

এখন সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর , ২০২৫, ০১:৪১:৪০ এম

নিজস্ব প্রতিবেদক: ডেভিল হান্ট ফেস-২ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করেছে যশোরের পুলিশ। বৃহস্পতিবার আটক নেতাকর্মীদের স্ব-স্ব থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আটককৃতরা হলো-যশোর সদরের ভেকুটিয়া গ্রামের বাবর আলী বিশ্বাসের ছেলে ও যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জমির আলী, চাঁচড়া রায়পাড়ার মৃত আব্দুল খালেক বিশ্বাসের ছেলে পৌর আওয়ামী লীগের সদস্য বাবলু, অভয়নগরের মহাকাল গ্রামের ইমামুল শেখের ছেলে ইনজামুল শেখ, ঝিকরগাছার সাদির আলী গ্রামের আলী হোসেনের ছেলে আকুল হোসেন, বেনাপোলের রঘুনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম, মণিরামপুরের ঢাকুরিয়া গ্রামের মোজাহার আলীর ছেলে হামিদুল ইসলাম, ঘুঘুরাইল গ্রামের খালেক দফাদারের ছেলে ইউনুচ আলী। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর যশোর সদরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা করে। হামলাকারীরা ভোটকেন্দ্র দখলের জন্য বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায়। এ মামলায় জড়িত সন্দেহে পুলিশ জমির আলী ও বাবলুকে আটক করেছে। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ঝিকরগাছার জয়কৃষ্ণপুর জামতলা বাজারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতার্মীরা জড়ো হয়ে নাশকতার চেষ্টা করে। স্থানীয় লোকজন বাধা দিলে তাদের লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ মামলার অন্যতম আসামি মাহাবুব হাসান দীর্ঘদিন পলাতক ছিলো। বুধবার দিবাগত গভীর রাতে সৈয়দ পাড়া গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশ। এ ছাড়া অপর আসামিদের পুলিশ নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)