অভয়নগর (যশোর) প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম স্মরণে যশোরের অভয়নগরে ‘তরিকুল ইসলাম স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ধোপাদী ফুটবল একাডেমির আয়োজনে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে নড়াইলের চাঁচড়া ফুটবল একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে শার্শা ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় টুর্নামেন্ট কমিটি সরাসরি টাইব্রেকারের সিদ্ধান্ত গ্রহণ করে। সেরা খেলোয়াড় হিসেবে বিজয়ী দলের গোলরক্ষক বাবুকে পুরস্কৃত করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রুহুল আমিন সরদারের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেসার্স সুপার ড্রাই এসোসিয়েশন ইন্ডাস্ট্রিসের এমডি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আহমেদ রিপন। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও অভয়নগর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মশি, শ্রমিক দল নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক এস এম রফিকুজ্জামান টুলু, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স প্রমুখ।