নিজস্ব প্রতিবেদক : ডেভিল হান্ট ফেস-২ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও তিন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলো- যশোর সদরের হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ভুট্টো, লেবুতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ বাবলু, চাঁচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবু। শুক্রবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আটককৃতরা আওয়ামী লীগের রাজনীতির সথে যুক্ত থেকে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর সদর উপজেলার কানাইতলায় নাশকতার ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় আটক করা হয়েছে।