কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির জোট থেকে গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেয়ায় কালীগঞ্জে স্থানীয় বিএনপির মধ্যে অসন্তোষ চলছেই। শুক্রবার বিকালে তারা মনোনয়ন পুণর্বিবেচনার দাবিতে শহরের মেইন বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কাফনের কাপড় পড়ে প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। নেতাকর্মীদের দাবি-কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ফিরোজ বা বিএনপির কাউকে ধানের শীষের মনোনয়ন দিতে হবে। তারা বহিরাগত কাউকে মেনে নিবে না। অবরোধে সড়কের দুইধারে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে সমাবেশ শেষে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে তিন নেতা পৃথক পৃথকভাবে চেষ্টা চালিয়ে আসছিলেন। দলীয় কর্মসূচি মিছিল মিটিংও আলাদাভাবে করতেন। তাদের কাউকেই মনোনয়ন না দিয়ে গণঅধিকারের রাশেদ খানকে দিয়েছে। তাই বহিরাগত গণঅধিকারের রাশেদ খানের মনোনয়ন বাতিল চেয়ে শুক্রবার বিকালে সাইফুল ইসলাম ফিরোজ ও ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মুর্শিদাজামান বেল্টু একাত্বতা ঘোষণা করে প্রতিবাদ সমাবেশ করে। কিন্তু অপর মনোনয়ন প্রত্যাশী কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ তাদের সমাবেশে যোগ দেননি।
মুর্শিদাজামান বেল্টুর সভাপতিত্বে ওই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপি নেতা ডাঃ নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু ও ইসরাইল হোসেন জীবন প্রমুখ। বক্তারা বলেন, এ আসনটি ধানের শীষের ঘাঁটি। তারাও শহীদ জিয়ার সৈনিক। কোনো অবস্থাতেই তারা রাশেদ খানকে মেনে নেবে না। শেষে কাফনের কাপড় পরে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।