ক্রীড়া প্রতিবেদক : বিএফএফ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগে (চূড়ান্ত পর্বে) জয় পেয়েছে যশোর জেলা দল। শুক্রবার সকালে নোয়াখালীর শহীদ ভোলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যশোর জেলা দল ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে মৌলভীবাজার জেলা দলকে। যশোরের ২৭ মিনিটে টগর, ৭৫ মিনিটে রাইসুল ও ৯১ মিনিটে মোনোয়ার প্রত্যেকে একটি করে গোল করেন। মৌলভীবাজার জেলা দলের রোহান আহমেদ ম্যাচের ৩১ মিনিটে একমাত্র গোল করেন। যশোরে এর আগে নিজেদের প্রথম ম্যাচে বিকেএসপির কাছে পরাজিত হয়েছিলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে হচ্ছে এ প্রতিযোগিতা।