নিজস্ব প্রতিবেদক : সদ্যপ্রয়াত যশোরের বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক অশোক কুমার রায় স্মরণানুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ সুধীর ঘোষ পূজা মন্দির প্রাঙ্গণে শুভার্থীবৃন্দের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় শুধু পরিবারের নয় তিনি ছিলেন যশোর তথা দেশের সম্পদ। তিনি তারুণ্যের গুণেই জীবনের শেষপ্রান্তে এসে নতুন করে আবার পড়াশোনায় মনোযোগী হয়েছিলেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলায় মাস্টার্স ডিগ্রি অর্জন করতে নিয়মিত ক্লাস করতেন। সেবামূলক কাজসহ সকল ক্ষেত্রেই ছিল তার পদচারণা।
নেতৃবৃন্দ বলেন- একজন অসাম্প্রদায়িক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক কুমার রায় এই সমাজে খুঁজে পাওয়া দুষ্কর। অত্যন্ত মিশুক ও রসিক মানুষ হিসেবেও তিনি ছোট বড় সকলের কাছেই ছিলেন সমানভাবে প্রিয়।
’নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে...’ এই সঙ্গীতটি সামনে রেখে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ স্মরণানুষ্ঠান।
বিশিষ্ট সমাজসেবক দেবব্রত ঘোষ এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌল্লা, বিশিষ্ট আইনজীবী শহীদ আনোয়ার, রোটারিয়ান চিন্ময় সাহা, যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক বিশিষ্ট আইনজীবী দেবাশীষ দাস, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, যশোর কলেজের সাবেক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, ব্যবসায়ী ও কবি কাসেদুজ্জামান সেলিম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি প্রদীপ ঘোষ, সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়ের কন্যা অনন্যা লাবনী রায় প্রমুখ।
স্মৃতিচারণমূলক আলোচনা শেষে সমবেত প্রার্থনা হয়। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন আরতি চক্রবর্তী। স্মরণসভাটি সঞ্চালনা করেন যশোর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর।
৭৪ বছর বয়সে ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন অশোক কুমার রায়।