কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায় আবির নামে তিন বছর বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের রামচন্দ্রপুর প্রামে ওই দুর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের কামাল মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি কিছু কিনতে বাড়ির পাশেই মুদি দোকানে যাচ্ছিল। এ সময় দ্রুত গতির মোটরচালিত এক ভ্যানের সাথে তার ধাক্কা লাগে। গুরুতর আহত অনস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মৃত্যু হয়।
জরুরি বিভাগের চিকিৎসক জানান শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক।