নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার চায়ের দোকানে ঢুকে পড়ার ঘটনায় চা দোকানি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুরের শিশুতলা বাজারে।
নিহত ইব্রাহিম হোসেন শিশুতলা বাজারের চায়ের দোকানের মালিক ও রাখালভোগা গ্রামের মৃত আলীম মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজের পর জীবননগর দামুড়হুদা থেকে ছেড়ে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার মহেশপুরের দিকে যাচ্ছিল। শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে সামনের চাকা বাস্ট হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে চায়ের দোকানটি ভেঙে পড়ে চায়ের দোকানি ইব্রাহিম হোসেনসহ ৪ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় ইব্রাহমিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেরারেল হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে মারা যায় ইব্রাহীম।
এ ঘটনায় রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম খুদে ও কদমতলা গ্রামের নাসির উদ্দিন আহত হন। তাঁদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কোটচাঁদপুর ও যশোরের পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।