Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒১ জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

যশোরে প্রাথমিকের সব বই আসলেও মাধ্যমিক বই আসার হার ৩১ দশমিক ৯০শতাংশ

এখন সময়: রবিবার, ২৮ ডিসেম্বর , ২০২৫, ১২:০৭:০৯ এম

মিরাজুল কবীর টিটো : আগামী বৃহস্পতিবার ১ জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে। বই বিতরণের লক্ষ্যে যশোরে প্রাথমিকের সব বই আসলেও মাধ্যমিক বই আসার হার ৩১ দশমিক ৯০শতাংশ।
জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন বলেন- প্রতিদিনই বই আসছে। না আসা পর্যন্ত বলা যাচ্ছে না শতভাগ বই আসবে কিনা। তবে বই উৎসব না হলেও নতুন বছরে শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণির বইয়ের চাহিদা ১২ লাখ ৮২ হাজার ৭২৫ পিস। চাহিদার সব বই এসেছে। বইগুলো বিদ্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। ১২ লাখ ৮২ হাজার ৭২৫ পিস বইয়ের মধ্যে অভয়নগরে ১৭ হাজার ৩৫৬৮ পিস, কেশবপুরে ১ লাখ ৯ হাজার ৩২০ পিস, চৌগাছায় ১ লাখ ১ হাজার ৮০ পিস, ঝিকরগাছা ১ লাখ ৩৩ হাজার ৮২৪ পিস, বাঘারপাড়ায় ৮৬ হাজার ৫১২ পিস, মণিরামপুরে ২ লাখ ৩ হাজার ৯৩৭ পিস , শার্শায় ১ লাখ ৬৫ হাজার ৩০০ পিস, সদর উপজেলায় ৩ লাখ ৭৭হাজার ৩৮৫ পিস বই।
এদিকে মাধ্যমিকে বইয়ের চাহিদা ৩৫ লাখ ১৪ হাজার ৩০৩ পিস বইয়ে মধ্যে এসেছে ১১ লাখ ২০ হাজার ৯৪১ পিস। প্রাপ্তির হার ৩১ দশমিক ৯০শতাংশ।
এর মধ্যে সদর উপজেলায় ২ লাখ ৪১ হাজার ৩৬ পিস বই , বাঘারপাড়ায় ৮৭ হাজার ৭৩০ পিস বই, চৌগাছায় ৬৭ হাজার পিস বই, ঝিকরগাছা ১ লাখ ৫১ হাজার ৭৭০ পিস বই, মনিরামপুরে ১ লাখ ৯৯ হাজার ৫২২ পিস বই, কেশবপুরে ১ লাখ ২২ ৯াজার ৩৫০ পিস বই, অভয়নগরে ৯০ হাজার ৬০০ পিস বই,শার্শায় ১ লাখ ১২ হাজার ১২৩ পিস বই এসেছে।
প্রথম শ্রেণি ইবতেদায়ি বাংলা বইয়ের চাহিদা ৯২ হাজার ৭০০ পিস, এসেছে ৬৬ হাজার ৭০০ পিস। দ্বিতীয় শ্রেণি ইবতেদায়ি বাংলা বইয়ের চাহিদা ৮৭ হাজার ৯৬৬ পিস,এসেছে ৬২ হাজার ৮০ পিস, তৃতীয় শ্রেণি ইবতেদায়ি বাংলা বইয়ের চাহিদা ১ লাখ ১৫ হাজার ৬১৬ পিস এসেছে ৮০ হাজার ৮৫০ পিস, চতুর্থ শ্রেণি ইবতেদায়ি বাংলা বইয়ের চাহিদা ১ লাখ ১০ হাজার ২১৬ পিস, এসেছে ১ লাখ ২ হাজার ৮৬৬ পিস, পঞ্চম শ্রেণি ইবতেদায়ি বাংলা বইয়ের চাহিদা ১ লাখ ৮ হাজার ৪০০ এসেছে ১ লাখ ৭০০ পিস, ৬ ষষ্ঠ শ্রেণি মাধ্যমিক বাংলা বইয়ের চাহিদা ৫ লাখ ১৮ হাজার ৯৪৩ পিস, এসেছে ৪ লাখ ৬৩ হাজার ৯৪৩ পিস বই, দশম শ্রেণি মাধ্যমিক বাংলা, নবম শ্রেণি মাধ্যমিক বাংলা ৬ হাজার ১১ হাজার ৫৪০ পিস বইয়ের মধ্যে এসেছে ১ লাখ ৯৫হাজার ৫৯২ পিস। সপ্তম শ্রেণি মাধ্যমিক বাংলা, অষ্টম শ্রেণি মাধ্যমিক বাংলা , ষষ্ঠ শ্রেণি মাধ্যমিক ইংরেজী, সপ্তম শ্রেণি মাধ্যমিক ইংরেজী, অষ্টম শ্রেণি মাধ্যমিক ইংরেজী, নবম শ্রেণি মাধ্যমিক ইংরেজী, দশম শ্রেণি মাধ্যমিক ইংরেজী, ষষ্ঠ শ্রেণি দাখিল বাংলা, সপ্তহ শ্রেণি দাখিল বাংলা, অষ্টম শ্রেণি দাখিল বাংলা, নবম শ্রেণি দাখিল বাংলা, দশম শ্রেণি দাখিল বাংলা, ষষ্ঠ শ্রেণি ভোকেশনাল (ট্রেড) বাংলা, সপ্তম শ্রেণি ভোকেশনাল (ট্রেড) বাংলা, ২৩ অষ্টম শ্রেণি ভোকেশনাল (ট্রেড) বাংলা, নবম শ্রেণি ভোকেশনাল (ট্রেড) বাংলা, দশম শ্রেণি ভোকেশনাল (ট্রেড) বাংলা বই আসেনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)