Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে হ্যান্ডবলে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন ঘোপ ও নারীতে মোহসেনা

এখন সময়: রবিবার, ২৮ ডিসেম্বর , ২০২৫, ১২:৪১:২৩ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে নারী ও পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঘোপ ক্রীড়াচক্র। শনিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে ঘোপ ক্রীড়া চক্র ৩২-২৫ গোলে আব্দুস সাত্তার স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ঘোপ ক্রীড়া চক্রের পক্ষে ফয়সাল ১৪, রাসেল ৭টি, বিল্লাল ৬টি ও আলিম ৩টি গোল করেন। আব্দুস সাত্তারের পক্ষে আজাদ ১১টি, আলী ৭টি ও আসাদ ৪টি গোল করেন। প্রতিযোগিতার পুরুষ বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন ঘোপ ক্রীড়া চক্রের গোলকিপার এরিকসন।
অপরদিকে নারী বিভাগে এক ম্যাচ হাতে চ্যাম্পিয়ন হয় মোহসেনা আলী আহম্মেদ স্মৃতি সংসদ। রানার্সআপ হওয়ার লড়াইয়ে নারী বিভাগের শেষ ম্যাচে মুখোমুখি হয় রয়েল স্পোটিং ক্লাব ও টাউন ক্লাব। ম্যাচে রয়েল স্পোটিং ক্লাব ১০-০ গোলে জয় পায়। নারী বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন রয়েল স্পোর্টিং ক্লাবের মিথিলা।
খেলা শেষে লায়ন্স প্রকৌশলী মোস্তফা কামাল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড় কাজী জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হ্যান্ডবল কোচ হাসানুজ্জামান, ক্রীড়া সংগঠক আনিসুজ্জামান পিন্টু। ক্রীড়া সংগঠক নিবাস হালদারের পরিচালনায় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল পরিষদের সাবেক সম্পাদক হিমাদ্রী সাহা মনি, যশোর শিক্ষা বোর্ডের ক্রীড়া অফিসার আফম আশাফুদ্দৌলা প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)