কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ৩টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল হোসেন খান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার মোঃ রাজিব হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রভাষক অয়েক কুরুনি, স্বতন্ত্র প্রার্থী ডা. আসলাম আল মেহেদী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম, ফায়ায় সার্ভিস ও সিভিল ডিফেন্সের কালিগঞ্জ স্টেশন অফিসার আবুল বাশার, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সদস্য শেখ শরিফুল ইসলাম, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, আহমাদ উল্যাহ বাচ্ছু, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আমির হামজা, আবু ঈসা প্রমুখ।
মতবিনিময় সভায় বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা এবং গণভোট সম্পর্কে অবহিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েল।