নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : নির্বাচিত হলে ভবদহ সমস্যাসহ আধুনিক মণিরামপুর গড়তে চান এম এ হালিম। যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে জাতীয় পার্টির (জিএম কাদের) মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। এর আগে ২০১৮ ও ২০২৪ সালেও দলটির মনোনয়ন পান তিনি। এ নিয়ে তিনবার দলীয় মনোনয়ন পেলেন তিনি। যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এবং সংগঠনের মণিরামপুর উপজেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি ।
জানাযায়, ৯০’র দশকের শেষের দিকে দলটির দুঃসময়ে যোগদান করেন তিনি। ২০০১ সাল হতে ধাপে ধাপে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে চলেছেন তিনি। এর আগে ২০০৯ সালে উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে ১০ হাজার ৩০৪ ভোট পান। পরবর্তিতে ২০১৪ সালের উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ে ৫৫ হাজার ৪শ’৩২ ভোট পান। দলটির একজন সৎ ও পরিচ্ছন্ন নেতা হিসেবে সর্বমহলে ব্যক্তি ইমেজ আছে তার। স্থানীয়ভাবে দলটির মধ্যে গ্রুপিং থাকলেও দলটির তৃণমূল পর্যায়ে এম এ হালিমের গ্রহণ যোগ্যতা অন্য যে কোন নেতার চেয়ে বেশি বলে অনেক নেতার দাবি।
উপজেলার খানপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, প্রান্তি পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজ-খবর রাখেন তিনি। তিনি মনোনয়ন পাওয়ায় তার মত তৃণমূল নেতা-কর্মীরা খুশি।
এদিকে মনোনয়ন পাওয়ায় ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে রোববার দুপুরে মণিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জাপা মনোনীত প্রার্থী এম এ হালিম। এসময় নিজেকে জাপা’র প্রার্থী দাবি করে বলেন, উপজেলার দুঃখ ভবদহ সমস্যা সমাধানসহ দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, মাদক-সন্ত্রাসীমুক্ত আধুনিক উপজেলা গড়তে চান। এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।