নিজস্ব প্রতিবেদক : যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে পাঁচ শয্যার মেটারনাল আইসিইউ।
মুমূর্ষু রোগীদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে অত্যাধুনিক আইসিইউ স্থাপন করলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে আইসিইউ সেবার শুভ উদ্বোধন করেন রেল রোডস্থ আদ্-দ্বীন হাসপাতালের উপ-পরিচালক গাইনী সার্জন ডা. শীলা পোদ্দার।
এ সময় উপস্থিত ছিলেন পুলেরহাট হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, চক্ষু বিভাগের উপ-পরিচালক ডা. মিনহাজুর রহমান, আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. সালাউদ্দিন আহম্মেদ, ডা. মো: আকমল হোসেন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের জিএম মোক্তার হোসেন, ডিজিএম মো: শহীদুল ইসলাম, ম্যানেজার শারমিন আক্তার সুমী, শাহিনা ইয়াসমিন প্রমুখ। এছাড়া হাসপাতালের ম্যানেজার, নার্স, বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিচালক ডা. মো: ইমদাদুল হক বলেন-নতুন বছরের শুরুতে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ আমরা উদ্বোধন করলাম। একটা মানসম্পন্ন হাসপাতালের জন্য আইসিইউ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই হাসপাতাল প্রতিষ্ঠার পর বিভিন্ন সেবা কার্যক্রম বৃদ্ধি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলের বৃহত্তর জনগোষ্টির সেবা দেয়ার জন্য আমাদের এই উদ্যোগ।
তিনি আরও বলেন, এই এলাকার মানুষ আইসিইউ সেবা পেয়ে উপকৃত হবে। এই নতুন মেটারনাল আইসিইউ চালুর মাধ্যমে গুরুত্বর ও সংকটাপন্ন রোগীদের জন্য নিরবচ্ছিন্ন, নিবিড় ও জীবনরক্ষাকারী ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করার সক্ষমতা আরও বৃদ্ধি পেল বলেও জানান তিনি।