ক্রীড়া প্রতিবেদক : ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নিলো যশোর জেলা দল। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নড়াইল জেলা দলের কাছে এক উইকেটের ব্যবধানে হেরে গেছে যশোর। টসে হেরে প্রথমে ব্যাট করে ২৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৯১ রানে করে যশোর জেলা দল। এ রানের মধ্যে ফারহান সিদ্দিকী ১৫ ও মাহিনুর রহমান মাহিন ১৪ রান করেন। অন্য কোনো ব্যাটসম্যান দু’অংকের ঘরে রান করতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ২২ রান। নড়াইল জেলা দলের তামিম হাসান ১৭ রানে ৩ টি এবং রাশেদ মোল্লা, আজান খান ও রিংকু প্রত্যেকে ২ টি করে উইকেট পান। জবাবে, ৩৭ ওভার এক বলে এক উইকেট হাতে রেখে জয় পায় নড়াইল জেলা দল। তাদের তামিম হাসান ২৭ ও স্বাদ মোল্লা অপরাজিত ২৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৯ রান। যশোর জেলা দলের সালমান ৪ রানে ৩ টি এবং ফারহান ও আবির পাল উভয়ে ২ টি করে উইকেট পান।