Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

এখন সময়: শুক্রবার, ২ জানুয়ারি , ২০২৬, ১২:০৯:৪৫ এম

মিরাজুল কবীর টিটো : নতুন বছরে সারাদেশের ন্যায় যশোরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হয়। শুধুমাত্র অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বই না পাওয়ায় গোমড়া মুখে বাড়ি ফিরতে হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কোন আনুষ্ঠানিকতা ছাড়াই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। তৃতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে সব বই বিতরণ করা হয়। নবম শ্রেণির বিতরণ করা হয় আংশিক বই। অষ্টম শ্রেণির বই এসেছে মাত্র ২টি। অনেক বিদ্যালয়ে এই শ্রেণির কোন বই পায়নি।
জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, মাধ্যমিকের ৩৫ লাখ ১৪ হাজার ৩০৩ পিস বইয়ের চাহিদার মধ্যে এসেছে ১৫ লাখ ৬৬ হাজার ৩৩৬ পিস বই। সব বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় বলে জানান জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন।
প্রাথমিকে ১২ লাখ ৮২ হাজার ৭২৫ বইয়ের চাহিদার সব বই এসেছে। সব বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।
শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস জানায়- নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দ লাগছে। কোন অনুষ্ঠান না হলেও আমরা নতুন বই পেয়েছি এটাই আনন্দের কারন। বিদ্যালয়ে নতুন বই নিয়ে বইয়ে ক্লাস করবো। একই কথা বলেন আয়েশা ইসলাম নামে আরেক ছাত্রী। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ফারিন মেহজাবিন জানায়-আমাদের মাঝে কোন আনন্দ নেই। অন্য শ্রেণির ছাত্রীরা নতুন বই পেয়েছে। আমাদের দেয়া হয়েছে মাত্র ১টি বই। এজন্য আমাদের মাঝে কোন আনন্দ নেই।
শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ
শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজে বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রেণি কক্ষে বই বিতরণের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক কল্যাণ সরকারসহ শ্রেণি শিক্ষকবৃন্দ।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টায় প্রভাতী শাখা ও সকাল ১১ টায় দিবা শাখার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
বই বিতরণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) শহীলুদ্দীন, সহকারী প্রধান শিক্ষক(দিবা) খালিদ হোসেন সহ শ্রেণি শিক্ষকবৃন্দ।
পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়
পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। মাধ্যমিক শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দী প্রাথমিক শাখার প্রধান শিক্ষক আব্দুল আজিজ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এসময় শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নিউটাউন বালিকা বিদ্যালয়
নিউটাউন বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
বই বিতরণ করেন প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আরিফা আক্তার, সহকারী শিক্ষক পারভীন আক্তার ,সেলিম রেজা, তাসলিমা খাতুন প্রমুখ।
নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট :
নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করন প্রধান শিক্ষক এসএম রবিউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবু ইমরান গাজী, সিনিয়র শিক্ষক সেকেন্দার আলী প্রমুখ।
বিরামপুর শীলারায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়
বিরামপুর শীলারায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন প্রধান শিক্ষক অসীম দাস। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবুল কালাম প্রমুখ।
এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজ
এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন অধ্যক্ষ খায়রুল আনাম। উপস্থিত ছিলেন শ্রেণি শিক্ষকবৃন্দ।
সদরের মমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন স্কুলের প্রধান শিক্ষক রেজাউল হক মালিথা।
উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জিএম ফিরোজ হোসেন অন্যান্যের মধ্যে সিনিয়র শিক্ষক আরিফ হোসেন, সাখাওয়াত হোসেন, সাখাওয়াত হোসেন মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, সাইদুর রহমান মোহাম্মদ জাহিদুর রহমান প্রমুখ।
এছাড়াও জেলার প্রতিটি স্কুলে বই বিতরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)