কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী, দুস্থ, এতিম ও বয়স্ক মানুষের হাতে কম্বল তুলে দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার।
রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন।
এ সময় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মো. শের আলী, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, সদস্য সহকারী শিক্ষক আফজাল হোসেন, শেখ শরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক, লাভলু আক্তার, তাজুল হাসান সাদ, জাহাঙ্গীর আলম শেখ ফারুক হোসেনসহ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।