Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ ও গ্র্যান্ড ওপেনিং

এখন সময়: শুক্রবার, ২ জানুয়ারি , ২০২৬, ১২:১০:৫৯ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ ও গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের নিজস্ব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আহসান হাবিব ইমরোজ। বিশেষ অতিথি ছিলেন সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান আবু ফয়সাল ও সচিব গাউসুল আজম।
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সাফায়েত হোসাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডমিন মোস্তফা কামাল, পরিচালক রেজওয়ান আহমেদ, এম এ আর মশিউর, হাসানুজ্জামান, কুতুব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে ডিকশনারি, ক্যালেন্ডার ও ডায়েরি বিতরণ করা হয়। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)