নিজস্ব প্রতিবেদক : যশোরের চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি আজিজুর রহমান রিপনকে বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশ। আজিজুর রহমান রিপন শহরের পুরাতনকসবা লিচুবাগান এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কোতয়ালি থানা পুলিশ সদরের মাহিদিয়া এলাকার মিকুল ব্রিকস এলাকায় অভিযান চালায়। এ সময় আজিজুর রহমান রিপনকে আটক ও তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আজিজুর রহমান রিপনকে ভাটা এলাকায় চাকু দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিল। এ ঘটনায় আনিসুর রহমান খান বাদী হয়ে আটক আজিজুরের বিরুদ্ধে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম আটক আজিজুরকে আদালতের মাধ্যমে বৃহস্পাতিবার কারাগারে পাঠিয়েছেন।