নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের ১ হাজার লিটার মিথাইল অ্যালকোহলসহ (মিথানল) তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলো, যশোর সদরের মোবারককাঠি গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে বরকত আলী, পূর্ব পাড়া গ্রামের মৃত আইনুদ্দিন মোল্লার ছেলে মিরাজুল ইসলাম ও বাহির মল্লিক গ্রামের মৃত আইয়ুব আলী বিশ্বাসের ছেলে শাহজালাল বিশ্বাস।
সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোবারককাঠি গ্রামের বরকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ঘর তল্লাশি করে একটি লোহার ব্যারেলে রাখা ১শ’ লিটার মিথানল উদ্ধার করা হয়। এ ঘটনায় বরকত আলীর বিরুদ্ধে কোতোয়ালি থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অপর এক অভিযানে সদরের বাহির মল্লিক গ্রামের শাহজালাল বিশ্বাসকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় তার দোকান তল্লাশি করে ৮শ’ লিটার মিথানল জব্দ উদ্ধার করা হয়।
একই সময় মোবারককাঠি গ্রামের পূর্বপাড়ার মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১শ’ লিটার মিথানল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা একটি মামলা হয়েছে।