নিজস্ব প্রতিবেদক : যশোরে ডেভিল হান্ট ফেস-২ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের স্ব-স্ব থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আটককৃতরা হলো, যশোর সদরের চাদপাড়ার মৃত গোলাম রব্বানীর ছেলে ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামান, চাঁচড়া রায়পাড়ার শেখ আব্দুর রহিমের ছেলে ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সেক্রেটারি শেখ আব্দুল আলিম, উপশহর ট্রাকস্টান্ড এলাকার মৃত মুনসুর আলীর ছেলে ও যশোর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি রাশেদ ওরফে মেনন, শহরের শংকরপুর গোলপাতা সমজিদ এলাকার মৃত মহিউদ্দিন মোল্যার ছেলে ও চাঁচড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের টুলু, খোলাডাঙ্গার আফসার আলীর ছেলে ও আরবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, মুড়োলি কাজীপুর ক্লাব মোড় এলাকার রহিত বিশ্বাসের ছেলে যুবলীগ কর্মী প্রভুদান বিশ্বাস, মণিরামপুরের গোয়ালপাড়ার মৃত আব্দুল মিয়ার ছেলে সিদ্দিক আলী ও ঝিকরগাছার গদখালি বাবুপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, আটককৃতদের নাশকতার পরিকল্পন, বিস্ফোরক ও সন্ত্রাসদমন আইনের মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।