নিজস্ব প্রতিবেদক : যশোর আইনজীবী সমিতির সদস্য অশোক কুমার রায়ের মৃত্যুতে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আইনজীবী সমিতির সহসভাপতি গোলাম মোস্তফা (১) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি শেখ আব্দুল মোহায়মেন, সাবেক সভাপতি দেবাশীষ দাস, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাচ্চু, সহ সভাপতি বাসুদেব বিশ্বাস, যুগ্ম সম্পাদক নূর আলম পান্নু, মিলন কুমার মিত্র, আবুল কায়েস, কাজী রেফাত রেজওয়ান সেতু প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত অশোক কুমারের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শেষে প্রয়াত অশোক কুমার রায়ের বিদেহি আত্মার শান্তি কামনা করে গীতা পাঠ করেন নব কুমার কুন্ডু।
উল্লেখ, গত ১৯ ডিসেম্বর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অশোক কুমার রায় মারা যান।