শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দেয়া সাত প্রার্থীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে বিএনপির হেভিওয়েট নেতা মফিকুল হাসান তৃপ্তিসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল ও ৪ জনের প্রার্থিতা বৈধ বলে বিবেচিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
তিনি জানান- বৈধ প্রার্থীদের তালিকায় রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আজিজুর রহমান, ইসলামী আন্দোলনের বকতিয়ার রহমান ও জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল। তবে এদের মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্রে তথ্যের ঘাটতি থাকায় বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন ও জাতীয় পার্টির জাহাঙ্গীর আলমকে হালনাগাদ তথ্য সরবরাহের জন্য সময় দেয়া হয়েছে।
জানা যায়, মফিকুল হাসান তৃপ্তি বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দলীয় মনোনয়নের কাগজ দিতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের সাক্ষরে ত্রুটি থাকায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও আরেক স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী গোলদারের কাগজপত্রের ত্রুটিতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।