নিজস্ব প্রতিবেদক : সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. অশোক কুমার রায়- পারলৌকিক আত্মার শান্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ পরবর্তী জ্ঞাতি ভোজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার যশোর শহরের বেজপাড়ার তার বাসভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, প্রতিবেশীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, প্রয়াত অশোক কুমার রায়ের আত্মীয়-স্বজনসহ বিভিন্ন লোকজন অংশ নেন।
এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের প্রতি সমবেদনাও জানান সবাই।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান অ্যাড. মোহাম্মদ ইসহক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা সম্পাদক জিল্লুর রহমান ভিটু, সিপিবি জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু, অ্যাড. আবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, সদস্য সচিব আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, আফজাল হোসেন দোদুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর, জেলা বাসদের হাসিনুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে’র সভাপতি সাজেদ রহমান, সাবেক সভাপতি সাজ্জাদ গনি খান রিমন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, দৈনিক গ্রামের কাগজের নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রনব দাস, জেলা হিন্দু কল্যান ফ্রন্টের আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস, সামাজিক ব্যক্তিত্ব অ্যাড. শহীদ আলোয়ার, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল, দেবব্রত ঘোষ, চিন্ময় সাহা, বিনয় কৃষ্ণ মল্লিক, সাংস্কৃতিকজন হারুণ অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমি সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস, চাঁদেরহাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাবেক পৌর কাউন্সিলর জুলফিকার আলী জুলু, মনিরুজ্জামান মাসুম প্রমুখ।
উল্লেখ্য জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় ২০ ডিসেম্বর দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন।