কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বই উৎসব-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে পাঠ্যবই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, কলেজ বিভাগের অধ্যপক সাইদ আনোয়ার খান জুয়েল, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আবুল বাসেত, ভোকেশনাল কারিগরি শাখার শিক্ষক মোঃ রুবেল আহম্মেদসহ শ্রেণি ভিত্তিক দায়িত্ব প্রাপ্ত শিক্ষকগণ ছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।