নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের ষষ্ঠিতলাপাড়া বিপি রোড এলাকার বাসিন্দা ও গাড়িখানা সেন্ট্রাল ফুল ঘরের সত্ত্বাধিকারী রফিকুল ইসলাম (চান) বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক, জাগপা যশোর জেলা প্রতিষ্ঠাতা সভাপতি মো. নিজামদ্দিন অমিত।
এক শোকবার্তায় তিনি বলেন, চান দাদার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।