অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নওয়াপাড়া বেতার থেকে ধোপাদী চৌরাস্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। নওয়াপাড়া পৌরসভার আওতাধীন যশোর-খুলনা মহাসড়কের সাথে সংযুক্ত এ সড়কটি কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের স"ষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে মাটি বেরিয়ে পড়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আধা কিলোমিটার দীর্ঘ এই সড়কের অধিকাংশ অংশে পিচ উঠে গেছে। শুকনো মৌসুমে ধুলাবালিতে পুরো এলাকা একাকার হয়ে যায়। আর বৃষ্টি হলেই কাদা-পানিতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। দুর্ভোগ এড়াতে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চালকরা সড়কটি ব্যবহার করতে অনীহা প্রকাশ করছে। ফলে প্রতিদিন এলাকাবাসী বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করছে অথবা বিকল্প সড়ক ব্যবহার করে আট কিলোমিটার ঘুরে গন্তব্যে পৌঁছাচ্ছে। প্রতিদিন অসংখ্য শিার্থী, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ী এই সড়ক ব্যবহার করলেও চরম ভোগান্তির শিকার হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
নওয়াপাড়া পৌরসভার সার্ভেয়ার আকরাম আলী হাওলাদার বলেন- সড়কটির অবস্থা খুবই খারাপ। বিষয়টি আমার জানা আছে। সড়কটি একটি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্রুত কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম জানান, বেতার থেকে ধোপাদী সড়কটিকে প্রকল্পের আওতায় আনা হয়েছে। আরইউটিডিপি নামের একটি বড় প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। আশা করছি আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই কাজ শুরু করা সম্ভব হবে। নওয়াপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পৌরসভার চলাচল অনুপযোগী সব সড়ক পর্যায়ক্রমে দ্রুত সংস্কার করা হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আশীষ কুমার বসু বলেন, ‘আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি আপনার কাছ থেকেই জানতে পারলাম। আশা করি বিষয়টি গুরুত্বের সাথে দেখব।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক শেখ সালাউদ্দিন দিপু বলেন, “বেতার থেকে ধোপাদী চৌরাস্তা পর্যন্ত সড়কটি আমি নিজে দেখেছি। সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। আমাকে জানানো হয়েছিল যে ড্রেনের জায়গা না থাকায় কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছিল। তারপরও আমি দ্রুত সড়কটির কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই কাজ শুরু হবে।”