নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। শুক্রবার বাদ জুমা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তবে বিএনপি ছাড়াও স্থানীয় এলাকার বাসীর উদ্যোগে নিজ নিজ মহল্লার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ আসর জেলা ছাত্রদলের আয়োজনে জাতির মহান অভিভাবক খালেদা জিয়ার রুহের মাহফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদজুম্মা কালেক্টরেট মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। কালেক্টরেট মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ইয়াসিন হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন।
শহরের দড়াটানা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর ৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার নেতা ফারুক এহতেশাম পরাগ প্রমুখ।
এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ মুসল্লীরা দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী। জেলা সদর থেকে শুরু করে সকল উপজেলা, পৌর সদর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকাবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, বাদ আসর যশোর ছাত্রদলের আয়োজনে বাদ আসর আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর- ৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার শান্তি কামনায় যশোর নীলগঞ্জ মহাশ্মশান সার্বজনীন মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক অ্যাড. দেবাশীষ দাস, সদস্য সচিব নির্মল কুমার বিট, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক অলোক ঘোষ, সাধারণ সম্পাদক সনৎ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুন্ডু, রাইটস্ যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা দিপক রায়, বিশ্বজিৎ হালদার, তাপস পোদ্দার, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির অশোক সাহা, বিষ্ণু সাহা, অ্যাড. কিশোর কুমার সাহা, চঞ্চল সরকার, শ্যামল পাল, সুব্রত ঘোষ শুভ, লিটন অধিকারী, বাঁধন চৌধুরী, সুকুমার মিত্র, রাজেশ বিশ্বাস, বিমল রায়, জয়ন্তী অধিকারী, পার্থপ্রতীম মন্ডল, মানিক সাহা, মিলন পাল, গৌতম সাহা, সত্য সাহানী, গোপাল মিত্র, উত্তম দাস, তাপস পাল, দেবব্রত অধিকারী, লালু হালদার প্রমুখ। এছাড়া বেজপাড়া সার্বজনীন পূজা মন্দিরের বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ"ন্টের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রাজীব কুমার মিত্র, যশোর পৌর কমিটির আহ্বায়ক অশোক সরকার, সদস্য সচিব উজ্জ্বল কুন্ডু, সদস্য জীবন অধিকারী, সদর উপজেলা কমিটির আহ্বায়ক রতন দাস, সদস্য শচীন পলাশ দত্ত, সঞ্জীব বিশ্বাস, গৌর সাহা, প্রাণ ভদ্র, জয় সানা, সচীন দাস, বিষ্ণু সেন, তপন দাস, গণেশ বিশ্বাস প্রমুখ।