কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মিনাজকাটি গ্রামের মরহুম ছফেদ আলী গাজীর ছেলে। ম"ত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন গত ২ ডিসেম্বর পবিত্র ওমরাহ পালন শেষে বাড়িতে ফেরেন। ৬ ডিসেম্বর স্ট্রোকজনিত কারণে গুরুতর অসু¯' হয়ে পড়লে তাকে সাতীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সু¯' হওয়ায় পরবর্তীতে থেরাপির জন্য তাকে কালিগঞ্জে পাউখালী মোড়ে অব¯ি'ত রিডা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অব¯'ায় ব"হস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার (২ জানুয়ারি) জুম’আর নামাজের পর মরহুমের নিজস্ব বাসভবনে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসার মোহতামীম মাওলানা ওজিহুর রহমানের ইমামতিতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর¯'ানে তাকে দাফন করা হয়।
এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার , বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ শিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লী উপ¯ি'ত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। তিনি সুনামের সাথে চাকরি শেষে ১৯৯৮ সালে অবসর গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ম"ত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ এবং সন্তান কমান্ড গভীর শোক জ্ঞাপন ও শেক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।