আলমডাঙ্গা অফিস : কনকনে শীতের মাঝে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ডাউকি গ্রামের কৃতি সন্তান উন্নয়ন সংস্থা চেয়ারম্যান ও ডাউকি বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহবুবুল হক খোকনের উদ্যোগে ডাউকি গ্রামের প্রায় শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের কম্বল হাতে পেয়ে অনেক অসহায় ও দুস্থ মানুষ খুশির কান্নায় ভেঙে পড়েন। পরে দুস্থদের খুঁজে খুঁজে তাদের হাতেও কম্বল তুলে দেয়া হয়। বিতরণকালে সমাজসেবা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, অ্যাড. ইউনুস আলী, সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী, সমাজ সেবক আঃ সাত্তার, সমাজ কর্মী ঠান্ডু রহমানসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।