আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি ও গণভোট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহা: এহসানুল হাবিব,বখতিয়ার উদ্দীন, রবিউল ইসলাম, সেলিম রেজা, বি এম রফিকুল ইসলাম। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান রেজা উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন এটম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইকবাল উদ্দীন আহম্মদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ। সমন্বয় সভায় ১৩৯ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।