আলমডাঙ্গা অফিস: সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সাক্ষাৎ সম্পন্ন হয়। সাক্ষাৎকালে সংগঠনের সভাপতি মতিউর রহমান স্বাধীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনওকে শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা অঞ্চলে পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের বিস্তারিত বিবরণ প্রদান করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার তরুণদের এই নিঃস্বার্থ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সভায় আরও উপস্থিত ছিলেন এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি শাওন হোসেন, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজাসহ সংগঠনের সদস্যবৃন্দ।