মহেশপুর ও জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির বিশেষ অভিযানে তিনটি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ মাহাবুল হোসেন (৩৮) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অভিযানে জীবননগর উপজেলার জাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। পরে চালককে তল্লাশি করে ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম ওজনের তিনটি সোনার বার জব্দ করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা বলে জানায় বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, বেনীপুর ক্যাম্পের বিওপির সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযানটি চালায়। অভিযানে সন্দেহভাজন হিসেবে মো. মাহাবুল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩টি স্বর্ণের বার, একটি লিভো ১২৫ সিসি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণগুলো অবৈধভাবে বহনের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।