মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান মাগুরা আদর্শ কলেজ মাঠে সোমবার রাতে নির্বাচনী পথসভায় বলেছেন,আপনারা চারিদিকে খেয়াল রাখবেন আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন কোন চিল ছো মেরে ভোট নিয়ে যাবে তা হবে না। আগামীর ভোট অত্যন্ত মূল্যবান ও মর্যাদাপূর্ণ। দীর্ঘ ১৭ বছর পর আজ আমরা ভোটের অধিকার পেয়েছি। আমরা আমাদের অধিকারের পূর্ণরূপ দিতে চাই। গত সরকারের আমলে এদেশের অর্থনীতি, শিক্ষা, ব্যবসা, বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে গেছে। আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ মর্যাদা দিতে চাই। কোন নারীকে আর অসম্মান হতে দেব না। হ্যাঁ ভোট মানে আজাদী আর না ভোট মানে গোলামী উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আমাদের প্রথম ভোট হবে হ্যাঁ ভোট। তাই সবাইকে আগামী নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে রায় দিতে হবে। দেশ নিয়ে আমরা থাকবো দেশের উন্নয়ন করব। মনে রাখবেন দেশ ভালো থাকলে আপনারা ভালো থাকবেন। শেষে মঞ্চে মাগুরা ১ ও ২ আসনের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং তাদের জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। এর আগে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী এমবি বাকের ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।