জীবননগর প্রতিনিধি : জীবননগরের হাসাদাহ প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাসাদাহ প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. সালাম মাস্টার, হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমীর আক্তারুজ্জামান, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মুহাম্মদ আলী মাস্টার (উপদেষ্টা, হাসাদাহ প্রেস ক্লাব), হাসাদাহ ক্যাম্প ইনচার্জ আহসান হাবিব, এএসআই মাসুদুর রহমান, হাসাদাহ কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান মেম্বার,সাংবাদিক ওমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন হাসাদাহ প্রেসক্লাবের উপদেষ্টা রফিক শাহ, আজিজুর রহমান, এম.আই. আতিয়ারসহ ক্লাবের সদস্য হাসান ইমাম, রাশেদ, রায়হান, লিমন, আ. হাকিম, ফেরদৌস ওয়াহিদ,মুস্নি কবির হোসেনসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসাদাহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন। বক্তারা হাসাদাহ প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করেন।