আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-সনাতনপুর গ্রামের বাসিন্দা মোঃ বাবলু মন্ডলের ছেলে মোঃ সোহেল রানা ওরফে রাব্বি (২০) ও রথতলা গ্রামের বাসিন্দা মোঃ সোলাইমান হোসেনের ছেলে মোঃ নাহিদ হাসান (২১)। রাব্বি বর্তমানে মাদ্রাসাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়া এলাকার পুরাতন সরকারি খাদ্যগুদামের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।