Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

এখন সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি , ২০২৬, ০৪:৩৪:৫৪ এম

লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ শিকদার লিমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিমন ইতনা গ্রামের শিকদার আনোয়ার হোসেনের ছেলে। অভিযানের সময় লিমনের আপন ভাই ও সহযোগী শিকদার রিয়াজ পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নড়াইল সেনা ক্যাম্পের কাছে তথ্য ছিল ইতনা পশ্চিমপাড়া গ্রামে শিকদার লিমন ও শিকদার রিয়াজ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তাদের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুদ রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ যৌথভাবে লিমনের বাড়িতে অভিযান চালায়। যৌথবাহিনী লিমনের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনের অংশ থেকে একটি বিদেশি ৭২.৬২ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগজিন এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এছাড়া ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ এবং বাড়ির বিভিন্ন স্থান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। লিমন দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং তার পাসপোর্টের মেয়াদ থাকায় সন্দেহভাজন হিসেবে তার ব্যবহৃত ৩টি পাসপোর্টও জব্দ করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামি রিয়াজকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)