Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

এখন সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি , ২০২৬, ০২:১২:১৭ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ বুলবুল সানা বুলি (৫২) ও শিল্পি খাতুন (৪২) নামে দুই মাদক কারবারী আটক হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টা ২৫ মিনিটে শার্শা উপজেলার ৭নম্বর কায়বা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বাগুড়ী বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটক বুলবুল সানা বুলি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে। অপর আটক শিল্পি খাতুন একই এলাকার বাসিন্দা। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-কয়েকজন মাদক ব্যবসায়ী একটি মোটরসাইকেলের মাধ্যমে বাগআঁচড়া বাজার এলাকা থেকে সাতক্ষীরার দিকে অবৈধ ইয়াবা পাচার করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বাগুড়ী বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি ডিসকভার মোটরসাইকেল চেকপোস্ট এড়িয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা সেটিকে আটক করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে এবং শালীনতা বজায় রেখে মহিলা র‌্যাব সদস্য সিপাহী মোছাঃ রাজিয়া সুলতানার মাধ্যমে দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে আটককৃতরা তাদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে বুলবুল সানা বুলির পরিহিত জ্যাকেটের সামনের বাম পাশের ভেতরের পকেট থেকে ২ হাজার ৯৭০ পিস রঙিন ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি কালো রঙের পুরাতন ডিসকভার ১১৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)