Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

এখন সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি , ২০২৬, ০২:১০:৪৪ এম

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে গভীর রাতে কৃষি জমি হতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে কাজী হারুন নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে-রোববার গভীর রাতে উপজেলার গোলাঘাটা নামক এলাকায় কাজী হারুন নামক এক ব্যক্তি কৃষি জমি হতে অবৈধ ভাবে মাটি কাটে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কৃষি জমি হতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে কাজী হারুন নামক ওই ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে। নির্বাহী অফিসার এ সময়ে বলেন এখন থেকে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)