নিজস্ব প্রতিবেদক: যশোরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি এম এম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর শহর শাখার সভাপতি অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলার সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক নূর আলী নূর মামুন ও আদর্শ শিক্ষক ফেডারেশন শহর শাখার প্রধান উপদেষ্টা মাস্টার ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডাক্তার রওশন আলী কলেজের অধ্যক্ষ শাহ জালাল পারভেজ, যশোর আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মিজানুল ইসলাম মোল্লা, বাদশা ফয়সাল স্কুল ঈদগাহের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন, পুলিশ লাইন ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আনোয়ার হোসেন, হামিদপুর আল-হেরা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন, খাজুরা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ।