Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী ১১

এখন সময়: রবিবার, ২৫ জানুয়ারি , ২০২৬, ০৯:৫২:৩৬ এম

মাগুরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ নির্বাচন মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন মাগুরা-১ আসনের খেলাফত মজলিস প্রার্থী ফয়জুর রহমান ও গণফোরামের প্রার্থী মিজানুর রহমান। বর্তমানে মাগুরা -১ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন ৭ জন ও মাগুরা-২ আসনে চূড়ান্ত প্রার্থী হলেন ৪ জন। জেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহমেদ বলেন, মঙ্গলবার ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সময়ে মাগুরা-১ আসন থেকে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে মাগুরা- ১ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকার মধ্যে রয়েছেন ৭ জন। এরা হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী শম্পা বসু, গণআধিকার পরিষদের মোঃ খলিলুর রহমান, বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান, বাংলাদেশ কংগ্রেসের কাজি রেজাউল, জাতীয় পার্টির মোহাম্মদ জাকির হোসেন মোল্লা ও জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুল মতিন। মাগুরা-২ আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থী জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী মোঃ মুশতারশেদ বিল্লাহ,বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল ও জাতীয় পার্টির মশিউর রহমান। বুধবার এ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)