Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে দেশি অস্ত্র ও গুলিসহ ছাত্রদল নেতা গ্রেফতার

এখন সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি , ২০২৬, ০৪:৩৪:৫৪ এম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: যৌথবাহিনীর অভিযানে নড়াইলের নড়াগাতী থানা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক সৈয়দ রাকিবুল ইসলাম মিশান মীরকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। এ সময় শর্টগানের দুই রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেন। মিশান মীর টোনা গ্রামের হোসেন মীরের ছেলে। মঙ্গলবার ভোরে টোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে শর্টগানের দু’টি গুলি, হাসুয়া, গাছিদা, চাইনিজ কুড়াল, চাপাতি, বড় ছোরা, রামদা, চাকু, ফলা, টেঁটা, ঢালসহ বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ মিশান মীরকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)