Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

এখন সময়: শুক্রবার, ২৩ জানুয়ারি , ২০২৬, ০৪:১১:২৩ পিএম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ও পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আলমডাঙ্গা আনন্দধাম সড়কের মেসার্স আলিফ ওয়েল মিলস-এ সরিষার ভেতরে কবুতরের বিষ্ঠা পাওয়ার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন ও লাইসেন্স নবায়ন না করার প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই সড়কের বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, খোলা টয়লেটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মালিক ফিরোজ রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে আলমডাঙ্গা শহরের হাইরোডে মেসার্স অভি ট্রেডার্স নামের স্টিলের প্লেনশিটের ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির মালিক ওলিদুন্নবী দীর্ঘ ১৫ বছর ধরে পৌরসভা থেকে কোনো ট্রেড লাইসেন্স নেননি। এ অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একই স্থানের মজিদ হোটেল এন্ড রেস্টুরেন্ট-এ পানির পাত্রসহ নানা অনিয়মের দায়ে মালিক মিলনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ অভিযান চলাকালে আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমানসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)