আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার সাংবাদিকদের সাথে জামায়াত মনোনিত চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে আলমডাঙ্গা হ্যামলেট ক্যাফেতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার কার্যক্রম শুরু করেন। আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা মোল্লা ফারুক এহসান, চুয়াডাঙ্গা ১ আসন নির্বাচন বিভাগের পরিচালক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলার আইন আদালত সম্পাদক সাবেক নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী।